একটুখানি প্রেম,আদুরে ডাক, খাতা কলম বই
কিছু নজর খেল,ধর্মিয় তাল,যদি সবে দেই
একে অপর বলি, আপন ভেবে চলি, হবে নাকো ভুল;
মানুষ যদি হয়, খুশী হবে নিশ্চয়;
হবে তারা ফুল ।


একটুখানি প্রেম,আদুরে ডাক, খাতা কলম বই
কিছু নজর খেল,ধর্মিয় তাল,যদি সবে দেই ।


খুশী ! খুশী! এই ছোট্ট সোনামণি শিখেছে তো বেশ !
জীবন যুদ্ধে, কে হারে কে জেতে,গর্ব্ ভরে দেখবে শেষ।
নৈতিক শিক্ষা, পারিবারিক বন্ধন, মুক্তি দিয়েছে ঐ,
বল তোরা বল, সত্যকে বল,তুলে দে খাতা কলম বই ।


আজ তো এখানে সেখানে ছড়ায়াছে নেশা অস্রখানি;
যদি ছাড়তো তা হলে হয়তো হতো বাংলার জয়ধ্বনি !
আদর -সোহাগ, স্নেহ -ভালবাসা, একটু নজর কই ,
দুষ্টের আশ্রয় , মদ জোয়া নেশা,যুবক যুবতীর সই !


অনৈতিক বাজারে চরিত্র হরণ ভুরি ভুরি খুঁজে পাই
হেলায় হেলায়, বিপথে সোনামণি, কেন ভুলে যাই?
একটুখানি প্রেম,আদুরে ডাক, খাতা কলম বই
কিছু নজর খেল,ধর্মিয় তাল,যদি সবে দেই ।
---------------------------------------