নকলের গর্জ্ন শেষ হয়ে যাবে কোনদিন
যদি আসলেরা জাগে,
এই অর্জনকে ভালোবেসে বলবে মানুষ,
সত্যের বিজয় উল্লাসে নকলেরা কাঁদে


কে আছো! কে আাছো বল, আসলের দলে.
মুক্তি সে যে সত্যের তরে দিয়েছে প্রভূ বলে।
হয়তো মুছে যাবে অপরাধের গ্লানি
যদি এ সত্যকে মনে- প্রাণে মানি !
এতো পরাজয় হতো না প্রাণ, হত না দৈন্যতা!
যদি থাকতো সত্যের পথ,নকলেরা হারতো হেথা ।


পরাজয়ের এই দিন শেষ হয়ে কোনদিন
যদি বিজয় আসে,
মানবতার উৎফুল্লতা সমুজ্জল হতো মনুষ্যত্বের পাশে
মানুষেরা মুক্তির পথেই ছিলো- সেই লোভ লালসা
অন্তরের সাথে মিশে এনেছে মানবের পরাজয়।
বিজয়ের অক্সিজেন সেও পেয়েছে মানুষ-
কিন্তু মানুষ কার্বনডাইঅক্সাইডে বেতাল বেসুর
সত্যকে কলঙ্কিত করেছে নকল, বিজয় আজ ধূসর বর্ণিল!
অথচ আসলেরা ঠিক দরোজার কাছে..
কিন্তু মানুষ বুঝে না ।
সত্যহীন প্রাণ, এ প্রাণ নয়- এ তো এক জীবন্ত লাশ!
----------------------------------------------