হে জ্ঞানের কলি ! হে জ্ঞানের পথিক সাড়া দাও
সাড়া দাও, সাড়া দাও তুমি ।


তোমাকে চাই, বীরদর্পে চাই অন্ধে জ্বল হে তারা,
এখনি জেগে ওঠ, জেগে ওঠ হে জ্ঞানের মধ্য মণি;
তুমি তো সেই , ভাবিনা কভূ পরাজয়ের ব্যর্থ্ গ্লানী !
অবিচল তুমি, শিক্ষা রণের দুর্বার সেনা দল..
বিজয় তোমার নিকট দুয়ার এবার চলরে চল ।
দুর হল আঁধার, হাসল গগণ, জাগল ধ্রুব তারা
কে বলেছে রাত্রি তোমরা, খুশীতে আত্মহারা !
তোমার বিজয় দীপ্তরবির আলোক বিথারি পথ
স্বপ্ন পিতার, মাতার গানে ,তোমারই মনোরথ ।
পারবে ,পারবে ,পারবে তুমি নবীন দীপ্ত প্রাণ—
তোমরা ওগো জ্ঞাণের কলি আগামী সুবাস ঘ্রাণ ।
নেই, নেই ,ভয় নেই- ওগো প্রাণের সোনামণি;
পড়, পড়, এগিয়ে চল বাজাও মায়ের ধ্বনি ।
ছুটেছে নবীন বিদ্যা পিঠে বই খাতা কলম হাতে
আয় তোরা আয় দেখরে সবে
ফুটেছে কলি, ফুটেছে কলি
জাতির আঁধার রাতে !
তোর আগামী, শক্তি মায়ের, যুদ্ধ রণের আলো..
পণ করছে রাখবে মান, ভাঙ্গবে তারা কালো।


হে জ্ঞানের কলি ! হে জ্ঞানের পথিক সাড়া দাও
সাড়া দাও , সাড়া দাও তুমি ।


------------------------------------------