প্রেমকে খুঁজো না বৃথা মোহর খচিত প্রাণের স্পন্দনে মোটে,
প্রেমিকার ছদ্মবেশী কোন লোভনীয় রাঙা ঠোটে,
রূপসী দেহের ভাঁজে ভাঁজেও নয়,
খুঁজো না অনুভূতির বেশে, কল্পনার মহরাতে, আবেগের উস্কানিতে;
সুরভী বা সুবাসের পাঁপড়িতে,সদ্য ফোটা ফুলের বাগানে….


প্রেমকে খুঁজো না দারিদ্রের অভিশাপে,
ছদ্মবেশী শিল্পিদের অভিনয়ে কিংবা ক্ষমতার মঞ্চে
নিষ্ঠুর কোন জল্লাদ ডেকে ডেকে তোমাকে..


ভুল করেও যেও না সেই অলি গলি যেখানে ফাঁদ পেতে আছে..
অপবিত্র ছদ্মবেশী প্রেমিকেরা
আলোর গগণে জেগে ওঠ আঁধারের ঘূর্ণি তুফানে
দেখবে হুমড়ি খেয়ে কত সেই হৃদয়ের আঙ্গিনাতে
তোমার কল্পিত অভিসারে
আজ দেখ প্রেম থুবড়ে পড়ে আছে বাহ্যিক অবয়বে, আধুনিকতার নগ্ন মঞ্চে
প্রেমের তৃষ্ণার্ত্ প্রাণে জেগে উঠেছে জলহীন বালুচর
সভ্যতার যৌবনে এক জ্বলন্ত উনুন !


মানুষের প্রাণেরা প্রেমের মূল্য দিতে জানে না..
ছুটেছে অবিরাম এক ছদ্মবেশী প্রেমিকার পিছনে পিছনে
হৃদয়ে রক্ত ধারা অবিরল বয়ে গিয়ে..
কানায়-কানায় ভরে দিচ্ছে সব ক’টি বাতিল প্রাণ।
তবু প্রেমকে খুঁজে চলেছি মুক্তির সন্ধানে
প্রাণের খুব গহিনে আগলে রেখেছি….
--------------------------------------