মাগো!
তোমার প্রহরীটা অলস এমন ! বাজাচ্ছে সে বারোটা !
রাত ঘুমিয়ে ঝিমিয়ে পাড় করে সে-
সিঁধ চোরেরা সুযোগ টা নিয়ে,নয়কো তাও ছোটটা
অংকগুলো সে নিজের মতন কষে কষে
সিন্দুকের কপাট ভেঙ্গে রক্ত ঝরিয়ে দড়ি পেঁচিয়ে
সব ছিনে নিয়েছে, আর প্রহরী বলে---
আমি কিনা মিথ্যা করে ভিতুর মত চেচিয়ে চেচিয়ে
তোমার কাছে নালিশ করেছি…
মাগো !
এমনি কি তোমার প্রহরী, ঘুমন্ত থাকে সারা রজনী ?
আর দেখ বিনিদ্র, কম্পিত তোমার অসহায় সবহারা সন্তানেরা..
সাহস হয় না, কখনো বলিতে মানা, প্রকাশ করিতে মানা
তবু বলি তোমার প্রহরীকে ঘিরে আছে
হাজারো সিধ চোরেরা, পুকুর চোরেরা..
কিছুক্ষণ পরেই দেখি একদল হাত কড়া নিয়ে টেনে হিছড়ে..
বন্দুকের নলে তুলে নিয়েছে এক সতেজ প্রাণ !
মাগো !
এ কেমন প্রহরী রেখেছো তুমি ?
ঘরের সব চুরি করে নিয়েছে, আমাকে ভয় দেখাচ্ছে, অধিকার ক্ষুন্ন করছে..
তোমার দরবারে রেখে গেলাম আর্জি
বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও তোমারই আঁচলে
আর যেন না পারে সিধ চোরেরা মাথা ঢুকিয়ে
আমার স্বাধীন নীড়ে ।
পারিবে না তুমি  ?
--------------------------------------------------------------