বিচার প্রার্থীরে, তুই কি দুর্বল শ্রেণীর দলেতে?
তুই যে পারিস না ক্ষমতার উচ্চ দাপটের পরে
গুরুদের নাচাতে ।
তুই তো  আলোহীন টেনেলের প্রান্থ,
তোর আইন যে ছেঁটে ছেঁটে পরিশ্রান্ত,
অচেনা তোর বিচারকের সিংহাসন রে
ক্ষমতার শক্তি যে তোর ধাওয়া;
উঁচু থেকে তোর প্রাপ্য নেয় কেড়ে
কে শুনে তোর দাবিদাওয়া ?


বিচার প্রার্থীরে, তুই কে, শক্তিহীন ভিখারী?
পাবি না , পাবি না, বিচারকের বিচার এ পথে
তুই যে মেরুদন্ডহীন ফেরারি
ফাঁসির মঞ্চ যে শ্বাসের উপরে
মৃত্যুর যন্ত্রনা তোর দিকে ফিরে
তোর পরাজয় দেখে রে হাসিয়া.
বিচারক সে তোর মৃত্যু পরোয়ানা নিয়া


বিচার প্রার্থীরে, ওরা নেই তো তোর সমাধানে !
তোর কান্না কেউ শুনে না, এ লোভের ভুবনে ।


অবিচারের সুর বিচারকের বিচার বীণায়..
আলোর কক্ষে আঁধারকে পথ চিনায়,


বিচার প্রার্থীরে, তোর আর্জি শুনে ঘূর্ণি মেঘে.
তোর অধিকার প্রার্থীরে, ন্যায় বিচার কি তোর গন্ডিতে?
কত জালে, কত প্যাঁচে ক্ষমতা বেঁধেছে তোরে!


বিচার প্রার্থীরে, তুই কে, শক্তিহীন ভিখারী?
পাবি না , পাবি না, বিচারকের বিচার এ পথে !


-----------------------------------------