বলে ফেল, বলে ফেল- হে প্রাণ
কে যেন বুকের মধ্যে
জেগে ওঠে...এ শূন্যতায়- বুকের মধ্যে এখুনি আমার
এ অনুভবে কে তুমি ?
সকাল, দুপুর ,বিকেল, রজনি ।


সারাক্ষণ ভেবেছি অনেক দুরে, অনেক দুরে তুমি !
তবুও কাছে, অনেক কাছে…শুধু বলা হলো না
এ শুন্যতায় শুধু তুমি
স্পন্দনে স্পন্দনে শিরহিত হয়েছি যখন ভেবেছি..
কল্পপনায় কল্পনায় শুধু এঁকেছি- এ বুকের মধ্যে
শুধু বলা হলো না।
বলে ফেল, বলে ফেল- হে প্রাণ


তুমি যাকে ভালবাস, অফুরান ভালবাস
বলে ফেল, বলে ফেল- হে প্রাণ
এ বুকের ভিতরে প্রতি সেকেন্ডে, প্রতিমুহূর্তে..
প্রেম যে প্রাণের পূর্ণতা !
আর এ শুন্যতায় শুধু তুমি !
----------------------------------------