ওহে ও প্রাণের ভিতর রবি
তুমি ঐ গগণে এঁকেছো কার ছবি ?
কে সেই রমণী বলে যাও শুনি !
তোমার গহিন তরঙ্গ তালে তালে ব্যাকুল রাঙ্গা পানি,
ওহে কার ঢেউ লাগিয়া যায় ভাসিয়া পদ্মফুলখানি ।
কোন পরশে সুখের কলিরা ডানা তার মেলে,
তোমার শরীর জুড়ে শিহরণ জাগায় পুলকিত পালে
যে প্রণয় উল্লাসে তোমাকে সঙ্গ দিয়াছে কেউ;
সে পথ চলায় কভু কি গুনেছ তার ওঠা ঢেউ ?
কে সেই রমণী বলে যাও শুনি !
তোমার  এ প্রেম উত্তালে স্বর্গের মণি ।
--------------------------------