তোমাকে খুঁজেছি আমি বারবার। দেখেছি তোমাকে
বড় বেশী লাবণ্যময় ।হৃদয়ের গভীর ভিতরে
স্পন্দনে স্পন্দনে
অস্থি-মজ্জায়
শিরা- উপশিরায়
ভীষণ ঢেউ তোলে,  সারা অঙ্গে ঝড় তোলে রক্ত প্রবাহ
নিঃশব্দে গর্জে উঠে ।হৃদয়ের গভীর ভিতরে
যত না ব্যকুলতা, তার ঢের বেশী তোমার শুন্যতা ।


তোমাকে খুঁজেছি আমি বারবার।সেখানে কখনও
কেউ যেন তোমার সন্ধানে আর না যায় ।
যাওয়া অর্থ্হীন; তার কারণ সেখানে
কোন অনুভূতি নেই
নিতান্তই প্রেমহীন প্রাণ বটে, শুধু বাহ্যিক অবয়বে
রূপ লাবণ্যের মহরা, প্রাণের ভিতরে স্পন্দন নেই
নেই কোন প্রেমের মর্যাদা
যেন এক প্রাণহীন মূর্তি!


তোমাকে খুঁজেছি আমি বারবার। আবার ফিরেও এসেছি
দূরে- বহুদূরে । এখন আর খোঁজতে যাব না !
সেই রূপের ঝলক আমাকে আর তাড়িত করে না,
চলে এসেছি, বহুদূর চলে এসেছি…
যে প্রেমকে নিহত করেছো ,যে সত্যকে অপমান করেছো
আজ এখানে শুন্যতা নেই,
আমি এক অন্য প্রাণের গভীর ভিতরে
নোঙ্গর করে ফেলেছি ।


প্লীজ আর ফিরে এসো না, আর তোমাকে খুঁজব না
হৃদয়ের দূর্গে আর হত্যাকান্ড কর না ।
---------------------------------------------