শীতলক্ষ্যার পাড়ে,মেঠো পথের বাঁকে বাঁকে
আমাদের তাজ উদ্দিন দরদরিয়া গ্রাম থেকে
হয়ে ওঠে প্রধানমন্ত্রী, ছুড়ে দেয় আলো
মেধা তার উঁচু শির, নত শির কালো ।
ঝল ঝল দেহ প্রাণ, কোথা নাই কাদা,
দেহ প্রাণ দেশ প্রেম মন তার সাদা।
কাপাসিয়ার তাজউদ্দিন যেথা মুজিবের চাঁদ.
জেগে উঠে পূর্ণি আলোয় ভেঙ্গে রাত!
অলি গলি দেশ বিদেশ যুদ্ধের কালে
”বঙ্গ তাজ” ছুটে যায় নিজ প্রাণ ভুলে
’ন’ মাস যুদ্ধের পরে, নিশান তার উড়ো
স্বাধীন পতাকা পেল ছেলে মেয়ে বুড়ো।
মুক্তির উৎসবে জেগে উঠে বিশ্ব পাড়া
বাংলাদেশ ভাবা যায় কি ”বঙ্গ তাজ” ছাড়া?
----------------------------------