মানুষের কাছে মুক্তি, মানুষের রইল অজানা ।
বুঝেনা দিশারী যখন বাজায় সত্যের বাজনা
চেষ্টা করে কিভাবে পালিয়ে গিয়ে দেবে তারে ফাঁকি,
         বিশ্বাস এখনো বাকি!
যেখানেতেই বিশ্বাস ঘাতকতা গোপনে,
অশুভ তিমির আড়ালেতে,বিরহী দহনে,
            বিভেদের সূর্য্ হাসে
            নিশ্বাস প্রসাসে ।
তাই জেনেছি, বিজয়ে সাধনা নইকো অজানা ।
           তাই জেনেছি আপনার দায়ে
            গ্লানীগুলো লয়ে
অনন্ত নরকে নয়তো বিশ্বাসীর ঠিকানা ।
            তাই ভেবেছি মনে –প্রাণে
দম্ভ অহংকার সব চুকিয়ে দিব তার চরণে ।
          আল্লাহর তরে
              রহমতের জোরে
                  ইমানের স্বত্বে
মিলবে মুক্তি মানবের প্রাণে প্রভূর দাসত্বে ।


মানুষের কাছে মুক্তি, মানুষের রইল অজানা ।
বুঝেনা দিশারী যখন বাজায় সত্যের বাজনা
----------------------------------------------