বাবা, আমাকে  একটা ফুল এনে দাও না ,
বরং আজই এনে দাও!
আজ যে একুশে ফেব্রুয়ারী, ভাষা দিবস,
বাবা, আমাকে শহীদ মিনারে নিয়ে যাও না ?
ঐ যে রক্ত, ঐ যে প্রাণ..সালাম, বরকত ,রফিক ,জাব্বার
আরো কত আমাকে ডাকছে!
সইতে পারি না, আর পারি না বাবা, কথা দাও
আজ নিয়ে যাবে?


ওরা যে চেতনা, ওরা যে মাতৃভাষাকে আলো দিয়েছে
সেই সূর্যকে আমি ভুলি কিভাবে বাবা?
বাবা, আমাকে  একটা ফুল এনে দাও না ,
বরং আজই এনে দাও!
আজ যে একুশে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
প্রভাত ফেরি শুধু হল, দলে দলে সঙ্গীরা ছুটল শহীদ মিনারে..
আমিও যাবো বাবা, সেই সব সূর্য্ সন্তানদের শ্রদ্ধা জানাতে
বাবা নিবে না ?


বাবা, আমাকে  একটা ফুল এনে দাও না ,
বরং আজই এনে দাও!


হে মা,
তুই যে আমার গর্ব্, সেই সূর্য্ সন্তানদের উত্তরসূরী.
বাংলা ভাষার আগামী, মাতৃভাষার ধরনি.
এই নে মা তোর ফুল! এই নে মা তোর ফুল!
চল চল এখনি চল,
ঐ শহীদ মিনারে এখনি চল, যেখানে তোর ব্যাকুল প্রাণ !
---------------------------------------