যদি ভালবেসে থাক, একটি বই উপহার দিও
ওগো, বিনিময়ে তুমি আমার ভালবাসা নিও ।


আলো জ্বলে না, শুধু অন্ধকার দেখি ভিতরে কোথাও
চোখের রেটিনার মাঝেও অন্ধত্ব দাঁড়িয়ে আছে
এই জ্ঞানের চৌকাঠে!
জ্ঞানের বই আজ প্রেমহীন প্রেমিকার মতো
প্রচন্ড বিরহী !
এখন আর পাখিরা ভিড়ে না কবিতার মঞ্চে, সাহিত্যের সমুদ্রে
বিদ্রুপের ভঙ্গিতে বাহান্নর সেই স্বরবর্ণ্- সেই ব্যাঞ্জন বর্ণ্
জ্ঞানে আলো নেই, প্রাণে স্পন্দন নেই..
প্রেমিকার ভালবাসা নেই- রক্তে পাওয়া সেই গল্পে, সেই উপন্যাসে..
চৌদিকে দেখি প্রাণ শুন্য মানুষের প্রেম


প্রেমিকের পথ আজ আলোহীন অন্ধের মতো পথহারা
চক্ষু থেকেও অন্ধের এ পথ চলা
হে প্রেমিকা,
যদি ভালবেসে থাক, একটি বই উপহার দিও
ওগো, বিনিময়ে তুমি আমার ভালবাসা নিও ।


এ জগৎ দেখিনা, কিন্তু বইয়ে তুমি
আলোর শিখা জ্বেলে রেখেছো
এই জ্ঞানের চৌকাঠে!
আমার প্রেম যে এ বইয়ে, আমার তুমি যে এ বইয়ে
এ  বই যে প্রথম বাসর
প্রণয়ের চুড়ান্ত উপহার
এক অলোকিত সংসার
মুক্তির দিশারী পৃথিবীর


যদি ভালবেসে থাক, একটি বই উপহার দিও
ওগো, বিনিময়ে তুমি আমার ভালবাসা নিও ।
--------------------------------------