মাঝিরা পঙ্গু বিছানায়, কাউয়ারা উড়ছে সমুদ্র সীমানায়
ক্ষত বিক্ষত শরীর সেই যৌবনা তরীর, ঐতিহ্যের ঘাটে আজ
কূল ভাঙ্গা তরঙ্গের ফোনা !
ঠিকানাহীন  দেহের নোঙ্গর
মাস্তুলের আলো নিভূ নিভূ
পালহীন তরীতে দিশেহারা কান্ডারী
সেই অর্জনে যেন কাউয়ারা মেরেছে ছোবল !
ত্যাগীরা আজ অচেনায়
বড় বেশী বিরহী জ্বালায় !


ক্ষমতা যেন এক ধবংস তুফান, কোন নীলিমারা অগ্রাসী খেলে!
এ কোন কবিতা লিখে সে? এ কোন কলমের রক্তাক্ত কাব্য..
তবে কি বুঝব কবি নিশ্চুপ
নাকি কবির ছন্দ পতন?
এ কোন কাউয়ারা ঢুকেছে কবিতার চরনে চরনে..
চারিদিকে স্তব্দ নিঝুম পাঞ্জেরীর দিক দিশা
মূল্যায়নের দৈন্যতায় প্রেমিকের প্রেম পরাজয়ের মঞ্চে..
এ টি কবির আত্মঘাতী কবিতা নয় কি ?
ঐতিহ্যর সতেজ প্রেম আজ
কাউয়া লুটেছে প্রেমিকার তাজ !
পাঞ্জেরী আজ তরীতে নেই, কবি আজ কবিতায় নেই !


এখানে ঐহিত্য ভুলে অতিথি কাউয়াদের প্রেমে
কবিরা লিখে চলেছে এক অসনি কবিতা..
সে দেখেনি, কবিতার ছন্দে কাউয়ারা হেনেছে আঘাত ।
---------------------------------------