মানুষের ব্যবহারে অন্ধকার ঘন হয়ে উঠেছে;
আকাশের রহস্যময়ী দৃশ্যমান তারার মতো এই অন্ধার !


যে মানুষ চিরদিন সভ্যতাকে ভালোবেসেছে..
যার মুখে কোনদিন ব্যঙ্গ কুটু বাক্য শুনিনি
সেই অসভ্যের মতো
দিবসে মেঘের দলেরা জমাট বেধে উঠেছে..


চৌদিকে যেন অসভ্য পথ ঘাট, অলি গলি
এক ধূসর বর্ণিল সাজে নিষ্ঠুর রক্ত প্রবাহে প্রবাহে ।


নীতি নৈতিকতার সমুদ্রে..
অপমান অপদস্তের চূড়ান্ত সীমানা
অথবা বেদনার উম্মুক্ত সাগরে..
মানুষের আচার ব্যবহার নগ্ন উল্লাসে..
আজ আর নেই, সেই হৃদয় স্পর্শী মানবের প্রেম, ভালবাসা , শ্রদ্ধাবোধ
প্রেমকে এক রূপক গল্প মনে হয়..
অনৈতিকতায় ভরা মানবের হৃদয় প্রাসাদ;


অথচ এই আকাশেই একদিন অনেক রৌদ্দুর ছিল..
অন্ধকার রজনীতে পূর্ণির শুভ্রতা ছিল –
প্রাণে প্রাণে প্রেম ভালবাসা ছিল,
ভিতর বাহ্যিক স্নেহ- শ্রদ্ধাবোধ ছিল, সাম্যের শ্লোগান ছিল কন্ঠে কণ্ঠে…
এই সব সেই মানুষের অন্তরে ছিল একদিন ।


হৃদয়ের অহংকার নিয়ে আসে সেই পরাজয়ের ঘৃণ্য গ্লাণী,
মানুষের সভ্য রূপ আজ এ শতাব্দিতে খুব বেশী দেখি না,


অথচ এই আকাশেই একদিন অনেক রৌদ্দুর ছিল..
আজ উম্মুক্ত কালো মেঘেরা তার মুকুট ছিনে নিল !


--------------------------------------------