খাতা কলম বই হাতে সুন্দর পোশাক গায়,
সকাল সাঁঝে জ্ঞানের কলি স্কুলে আসে যায় ।
তাই না দেখে পিতা মাতার প্রাণটি ভরে আসে,
জ্ঞানের কলি জাতির ফুল আলোর ভুবন হাসে ।
নিত্য পড়ে নিত্য লেখে খাতা ভ’রে ভ’রে,
আপন পড়া আপনি শিখে স্কুলের পড়া ধরে ।
পণ করেছে আলো দিবে শিক্ষার মশাল জ্বেলে
নবীণ কলি শিক্ষার ফুল জাগুক দলে দলে
তোমার দিকে সবাই চেয়ে দিনের পর দিন
পড়- লেখ, খেলা কর ,আসবে শুভ দিন ।
আপন কাজে নহে হেলা, পড় যত পার ,
আদব -কায়দা, শ্রদ্ধা –মান্য প্রাণে আকড়ে ধরো ।
তোমার কলি , তোমার ফুল, ফোটুক সৌরভ ঘ্রাণে
ভালবাসি সেই কথাটা রেখ তোমার প্রাণে ।
-----------------------------------