যুবাটা নষ্ট হলে, ভেঙ্গে গেলে অমিতের শেষতম তরী
নষ্ট সমাজের উল্লাসে শুধু আপনাকে হত্যা করা বলে ।
হায়, হায় চিৎকারে কপালের তিলককে দোষারূপ করি
কখনো ভাবিনা যুবাটা হাসে না কেন এই মার কোলে ?


সভ্যতা অনেক দূর, মনুষ্যত্তের ধারে কাছে নেই;
চৌদিকে মাদক নেশা, চাঁদাবাজি, ভন্ডামি রাশি রাশি
নৈতিক-অনৈতিক, পবিত্র-অপবিত্র, হরেক রঙে শশী.
তারাগুলো মিটি মিটি আলোয়  পথ খুঁজে নাহি পাই ।


যেখানে রয়েছে দুর্নীতি- হঠকারি চাটুকারী ভুড়ি ভুড়ি
কিছুতেই মুক্তি তুমি এ সন্তানের কখনো পাবে না ।
আজ যে দিশারীরা নিভে কুলোষিত প্রাণের সঞ্চারি –
কেননা, আপন স্বার্থের পূর্বে কেউ আঁখি মেলবে না ।


যুবটা ব্যাধিগ্রস্থ সমাজে পরাজিত এক পথহীনা প্রতিভা-
নষ্ট তুফানে মেঘে মেঘে ঢেকে গেছে যুবকের স্বপ্ন দিবা।
-------------------------------------------