আমার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে
অ,আ,ক,খ বর্ণমালায় খোঁজেছি তোমাকে- হে কবিতা


আমি বিদ্রোহীদের আঘাতে মরতে মরতে
বাংলা ভাষায় আমার মা’কে পেয়েছি- হে কবিতা
আমি যমদুতের সম্মুখে এসেও
মাতৃভাষার প্রেমে পড়েছি- হে কবিতা ।
আমি সালাম, বরকত রফিক জাব্বারের রক্ত প্রবাহে…
প্রাণের ফুলকে দেখেছি, ষড় ঋতুর সুবাসে সুবাসে
আমি আদর্শ্ লিপির সন্ধান পেয়েছি - হে কবিতা
আমি স্বপ্ন বুঁনেছি স্বাধীনতার


তুমি যে আমার বুঁনিয়াদ, মায়ের ভাষা, প্রথম ভাষা
বাহান্নর বিপ্লবী গর্জনে এ বর্ণমালা পেয়েছি- হে কবিতা


তুমি কখনও শহীদ মিনার, তুমি কখনও চেতনা
তুমি বিপ্লবের প্রতীক, তুমি বিজয়ের অহংকার-
অমর একুশের আত্মদান- এক কালজয়ী প্রতিবাদ !
মার চেয়ে কে বেশী জানে- হে কবিতা ?


আমি ফুলে ফুলে সেই চেতনাকে খোঁজে বেড়াই
যে চেতনা স্বপ্ন দেখায় আমাকে,
এ বাংলা ভাষাকে, এ মাতৃ ভাষাকে..
আজ তুমি  বিশ্বব্যাপি, বিশ্ব জেগেছে তোমার ডাকে- হে কবিতা!


সাহিত্য কিংবা কাব্য জেগেছে তোমাকে ফোটাতে
তুমি জাগ্রত থেকো, তুমি চেতানায় থেকো- হে অমর একুশ ।
তুমি প্রাণের ধ্বনি, তুমি প্রেমের বর্ণ্- হে রক্তের অ, আ, ক, খ..
তুমি মায়ের চিঠি, এক অমর ইতিহাস
আমারই বাংলা ভাষা, আমারই মাতৃভাষা ।
------------------------------------