অবিচার তুমি করিবে না জানি, তুমি মুত্তাকি ইমানদার,
ধরণীর মোহে কর না পরোয়া, তোমার ইমানি শির ।


সত্যের দাপটে মিথ্যেরা কাঁপিছে ক্ষণিক এ ধরণীর,
বীরেরা ডুকেছে বাতিলের গুহায় ভেঙ্গেছে দুষ্ট নীড়।


এ কোন শক্তি জ্ঞানের আলোতে,
জেগেছে সদা বিজয়ের ক্ষুদায় নবীজির প্রেমেতে ।


এ কোন গোলাম উম্মাদ হয়ে যুদ্ধের ময়দানে
এক মুক্তির নেশায় কোরআন -হাদিস বুকেতে?


এ কোন ধরণীর প্রতীক তুমি মানবতার
প্রতিভূ বিজয়ী বীর, উন্নত মম শির,
ফিরে এসো ওগো ইমানদার, ওহে মুসলমান দাবীদার।


উড়ে যাবে আয়ূ,ছেড়ে দিবে হাল- রুহ যাবে ওপার
তবু ইমানদার, কামাই করে নিতে হবে তোরে এপার।


কে আছো উম্মুত দোযহানের বাদশাহ মুহাম্মদের
ইসলামের পতাকা তুলি, ধরি শমশের-
আল্লাহর বিধান কোরআন- হাদিসের ।
--------------------------