বিষে বিষে ক্ষত বিক্ষত মানবের দেহ প্রাণ
এখানে মরণ ব্যাধি অকাল মৃত্যু ডেকেছে ,
হে র্নিভেজাল,  তুমি ফিরে এসো
শুধু একবার সত্যকে জাগাও এই মানবের অন্তর ঘিরে
যেখানে  ভেজাল হানা দেয় বারবার;
আসলের অন্তরালে নকলেরা গড়েছে মৃত্যু ফাঁদ।
এই মানবের মুল্যবোধ, শ্রেষ্ঠের অহংকার , পবিত্র দ্বার
আজ যেন প্রকাশ্যে গড়েছে ফাঁসির মঞ্চ !
আপনের যবনিকা আপনের হাতে অবিরত!
কোথাও পাইনা খোঁজে আসলের নির্যাস।
চৌদিকে শুধু নকলের মহাবরণ,
অগ্নি তরীতে আসলেরা ছুটেছে চিতার অভিমূখে!
আজিকায় মানব সভ্যতা, বড় বেশী দৈন্যতায় ভরপুর
নকলেরা বীর দর্পে মানবের রন্ধে রন্ধে বসতি গড়েছে ।
হে র্নিভেজাল,  তুমি ফিরে এসো
শুধু একবার সত্যকে জাগাও এই মানবের অন্তর ঘিরে ।
বিষে বিষে ক্ষত বিক্ষত মানবের দেহ প্রাণ
এখানে মরণ ব্যাধি অকাল মৃত্যু ডেকেছে
এনেছে উপহার ,আপনের হাতে আপনের যবনিকা ।
চঞ্চল প্রাণ অবশেষ দেখেছে মৃত্যুর পরোয়ানা
হে র্নিভেজাল,  তুমি ফিরে এসো ,
সত্যের আলিঙ্গনে ,আসলের প্রণয়ে ,জীবনের ফুলশয্যায় ।
------------------------