প্রভাত থেকে শুরু শুধুই তুমি
প্রতিক্ষণ যদি হতো হৃদয়ের মতো
তবে আমি কবিতা হোতাম তোমার কাব্যে
শুধু কবিতা নয়, পুলক শিরহনে স্পন্দিত হোত গোটা কাব্যই,
তখন আমি হোতাম নন্দিত প্রেমের ধরণী।
যেহেতু অফুরান ছন্দ হয়নি কাব্যে লিখনি
আর আমি ও যখন হয়নি  তোমার গদ্যাংশ কিংবা কাব্যের কবিতা
প্রেমিক তাই র্নিবাক ,হতবম্ভ, বঞ্চিত পথের পথিক!
একাকী পথচলা কোন এক দুঃখী মুসাফির!
তোমার কাব্যে  কবিতার মিতালী দেখেনি
তাই আলো শূন্য আজ হৃদয়ের গড়নি
নেমেছে শুধুই আঁধার দুঃখের অমানিষা…..
প্রভাত থেকে শুরু শুধুই তুমি
প্রতিক্ষণ যদি হতো হৃদয়ের মতো
তবে আমি কবিতা হোতাম তোমার কাব্যে ।
----------------------