র্নিলজ্জ এক প্রতিযোগীতায় নেমেছে এ ধরণী আজ,
যারা আধুনিক সবচেয়ে বেশী আজ বাতিলের প্রতীক তারা;
যাদের শরীরে কোনো পর্দা নেই- লজ্জা নেই- ধর্মে্র স্পর্শ্ নেই
সভ্যতা বিলীন আজ তাদের নির্লজ্জ প্রদর্শ্ন দ্বারা ।


হায় মুক্তি ,শান্তির প্রতীক ইসলাম, দুষ্টের খপ্পরে নগ্ন শরীরে
তুমি আর জেগো নাকো প্রাণে প্রাণে র্নিলজ্জ  অসভ্য জোয়ারে!


আবার এসো ফিরে প্রতিটি হৃদয় মন্দিরে- এই সভ্যতায়
হয়তো মুখিয়ে আছে – পথ ভ্রষ্ট পথিকেরা-মুক্তির ঠিকানা খোঁজে;


হয়তো তৌহিদী ইমানদার হয়ে এ ধরণীর মূর্খতা ভুলে
অবরুদ্ধ বুকে জেগে ওঠবে একদিন সভ্যতার পতাকা,


যুগ যুগ ধরে শান্তির বার্তা শুনিয়েছে এ পৃথিবীর পথে,
বিপথগামী আত্তাকে নিশীথের অন্ধকারে আলোর সন্ধানে।


অনেক আধুনিকতা দেখেছি; এ নশ্বর বুকে সভ্যতার ইজ্জত লুটে
যেখানে পায়নি কোন ইসলামের স্পর্শ্, র্নিমোহ জীবনের অঙ্গিকার ।


আধুনিক আজ অসভ্য প্রাণ! চারিদিকে নগ্ন সঙ্গের মহাবরণ!
চেয়ে দেখ, অগ্নি জ্বেলেছে আজ ইসলামের দুশমন, ইবলিশ শয়তান!
---------------------------