ওপারে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে! তাইতো  এপারের সুখ
দীর্ঘ্ স্থায়ী হবে না আর;
প্রভূ বলছে নতশির হতেই হবে, তিনি চান
মানবেরা  ফিরে আসুক তাঁর স্বীকৃতি পথে,
খুলে দিক কলবের দুয়ার এককের প্রতি।
শুধু হৃদয়ের ভেতর থেকে কালিমা স্বীকার করে নিক অকপটে।
দুনিয়াবী ক্ষণিক মোহতে মোহতে ভ্রান্তগুলো দুরে থাক
পবিত্র বিশ্বাসে হাসতে হাসতে বান্দারা
উড়ে যাক সেই অনন্ত পথে, অসীমের সন্ধানে…
আজ বিশ্বাসেরা বড় বেশী ক্লান্ত..
তাই তো ভয় !বড় বেশী ভয় !
হাসবে তো ওপারের দিগন্ত ?
--------------