জল ঝরেছে কত যে মা তবু বলিনি তোমায় ডরে ডরে
এত বই! এত শিক্ষা পদ্ধতি! এত পরীক্ষা, বিদায় দেও তারে।


সোহাগ করে পড়াতে ভালো পেরেছি মা তখন তারে
আজ এসে  তারেই আর পারিনা কেন আপন করে !


চৌদিকে দেখি আমাদের ছেলে মেয়েরা ডরে ডরে বই খুলে,
পাতার পরে পাতা, পরীক্ষার পর  পরীক্ষা, ব্যাগ কাঁধে ঝুলে।


সোনামণিদের সম্মুখে এ কোন দিশাই!
কোমল এ প্রাণ পালাই পালাই।


আজ এ দৈন্যতা দেখে মনে হয়  কোন বিচারিক কাঠগড়া !
কোন সে অশুভ আজ শিক্ষায় দীক্ষায় সব কিছু ছ্ন্ন ছাড়া।


নিষ্ঠুরতা সোনামণিদের সম্মুখে সম্মুখে উপচে পড়া আদর সোহাগ,
বড় নিদর্য়্ মা  তুমি ! স্কুল -কলেজে , পড়ার টেবিলে  শতভাগ-শতভাগ.


এ আচরণ সে বক্ষে চেপে চেপে
মুছেছে নিভৃতে দু’চোখ ক্ষেপে ক্ষেপে..


ভেবেছিলাম বুক ভরা আনন্দে আদর সোহাগে সরাব পথের কাঁটা,
কিন্তু ওদের অগ্রাসনে শিক্ষার পরতে পরতে রাজনৈতিক লাথি ঝাটা।


স্বপ্ন দেখেছিলাম সন্তানের কাছে
আজ  ওরা ভীতু কম্পিত আছে!


ওগো মা ফিরিয়ে দাও তুমি সহজ সরল আলোক বর্তিকা দ্বারে
শিক্ষার্থীবেশে সোনামণিরা যেন পারে খাতা কলম বই হাতে দৌড়ে।


জল ঝরেছে কত যে মা তবু বলিনি তোমায় ডরে ডরে
এত বই! এত শিক্ষা পদ্ধতি! এত পরীক্ষা, বিদায় দেও তারে।
-----------------------------------