বাহ্যিক শুভ্র, অন্তঃ কালো- শুন্য চারিধার,
মুক্তি একা এ বসুধায় ভাবছে না কেউ আর!


মিথ্যা হাসে, সত্য কাঁদে,-কাঁদে প্রাণের রাজ,
মুক্তি একা এ বসুধায় দেখছে না কেউ আজ!


অধিকার শুন্য, ভদ্র শুন্য, শুন্য প্রেমের দ্বার
খরা নদী এ বসুধার, শুন্য  আলোক  তার!


আরশ কাঁদে এ বিধাতার, কাঁদে প্রিয় মোর নবী
এ সভ্যরা কেউ বুঝে না চারিধার হাহাকার!


এ মানবের মুক্তি কোথায়? কেউ কি বলবে ভাই!
উর্ধ্বে শুন্য , নিম্মে শুন্য- শুন্য চারিধার পাই !


হে শ্রেষ্ঠ,  আছে তবু পার, আছে তবু কূল,
এ বাতিল আজি ছাড়- নাহি কূল, শুধু ক্ষণিক, শুধু ভুল।


সময় ফুরিয়ে এলে, নাহি র’বে আর,
এখনি প্রাণের মাঝে বাজাও যেন  সুর প্রভূর!


বৃথাই ছুটিছো ভবে হে প্রিয়…
কোথাও ওগো বন্ধু নেই এ দিগন্ত পেরিয়া- হে প্রিয়া!


ইয়ানাফসি, ইয়ানাফসি, শুন্য চারিধার,
যেদিক তাকাবে, সেদিক দেখবে রিক্ত হাহাকার ।
----------------------------------------