এ জিন্দেগীর শিকড়ে শিকড়ে পদাঘাত হানো;
স্পন্দনে স্পন্দনে দুষ্ট প্রেমের লাগাম টানো ।


ছুঁড়ে ফেল আজ ধরণীর মমতা ওপার উঠেছে চাঁদ
এপার বুকে শয়তানের জোয়ার গড়েছে অগ্নি বাধ,


সত্য ভুলে মানুষেরা আজ পেঁতেছে নরক ফাঁদ
শান্তি তরীর পতাকা কোথায়? হে বিশ্বাসী মতবাদ!!


লোভ লালসার প্রবল ক্ষুধায় ছুটেছে মানুষ  ক্ষেঁপে
তাঁর পথ ভুলে নশ্বর মোহে শয়তানের মন্ত্র যপে।


যুগে যুগে ডাক দিয়েছে কত মুক্তির শিখড় চূড়া
যেখানে বিশ্বাসীর কপাট চিরকাল খোলা বন্ধুরা।


প্রেমিকেরা জেগে ওঠ, ফিরে এসো, সত্য-ন্যায়ের দলে
দেখবে তোমার ওপার তরী ভাসছে কাউসার জলে ।


অনন্ত কাল ভালবেসে খুলে দাও প্রেমের দুয়ার;
যে জগতের বুকে নেই কেহ তোমায় হারাবার !


ধরণীর লোভেরা আজ বিষাক্ত সর্পের ঘাতক ফণা
বুঝেনা মানুষ ওপারে লেখা সমাহীন শাস্তির যন্ত্রনা!
-------------------