আমার প্রাণে তুমি প্রেম জেগে দিলে
অধরা আকাশের উতোল নীলাঞ্চলে।
তোমার অন্তর তবু শুভ্র পাথরের হিম
প্রেমের এই যন্ত্রনাকে করেছো অসীম ।


বিহরের মাধুর্যে গড়া আমার এ নীড়
তুমিই স্থপতি বুঝি এই সমাধির!
কখনও মনে হয়নি এখনও চিনি না
আবার কখনও ভাবি আমারি কিনা!


প্রতিক্ষণে তোমাকে গোলাপের মতন
নিঃশ্বাসে- প্রশ্বাসে ভেবে গেছি আপন
হৃদয়ের-দগ্ধ অগ্নি চুল্লি করি পরিক্রমা
তোমাকে প্রেম জানি -হবে কি প্রিয়তমা?


আমার অন্তরে তুমি গেয়ে যাও গান
যে পুষ্পে খোঁজে পাই অপরূপ ঘ্রাণ
অজান্তে তুমি দিয়ে গেছো প্রেমের স্বাক্ষর
তবু কেন প্রেম আজ বিরহ মুখর !


যা কিছু ভেবেছি আমি লিখেছি অকপটে
দেওনি উত্তর আজো ফিরতি পত্রপুটে.
তবু হৃদয় গহিনে এঁকেছি আমার শত দুঃখে
যদি জেগে ওঠে একটু হাসি এ মলিন মুখে।


তোমার অন্তর তবু শুভ্র পাথরের হিম
প্রেমের এই যন্ত্রনাকে করেছো অসীম ।
বিহরের মাধুর্যে গড়া আমার এ নীড়
তুমিই স্থপতি বুঝি এই সমাধির!
-----------------------------------।