চারিদিকে সেবক সেবিকাদের খেলা
এখন মুখরিত মানুষের পদপাতে শহর -গ্রাম -গঞ্জ
তাল মাতাল জনে জনে আপন আপন প্রতীকের গুন গাহে
আড্ডায় আড্ডায় টলমল দেখি অলি গলি চা স্টল!
এখন কেবল মৌসুমী জোয়ারে বেশামাল জনতার সমুদ্র
অজানা পথে গা ভাসায়ে ছুটেছে উত্তাল তরঙ্গে
যাত্রীরা আজ অন্ধ!
নোঙ্গর সব বন্ধ!
কেউ একজন এসে আচমকা বাড়াল মৌসুমী হাত
আসলে যাচাই হল না ঘাতক কিনা কালো রাত ।
যাত্রীরা বড় বেশী সরল- হুজুগে মাতাল
কে দেশ প্রেমিক! কে দেশ দ্রোহী কিংবা পূঁজিবাদী, দুর্নীতিবাজ।


আজ এক উজ্জ্বল দিন!
অথচ যাত্রীরা মাঝিদের দেখতে পেল না- কোন পথে নিয়ে যাচ্ছে
ওরা কি আসলে মাঝি নাকি আপনের স্বার্থে বাড়িয়েছে মৌসুমী হাত!
দিবা নিশি যাত্রারী চড়েছে যাদের তরী
ওরা কি দিয়েছে ভালবাসা?
ছিল অনেক স্বপ্ন, ছিল অনেক কিছু প্রত্যাশা!
একদিনের জন্য ওরা হাত পেতেছে, টাকা ছেড়েছে, অজ্ঞ যাত্রীদের কিনেছে
আজ বাকরুদ্ধ যাত্রীদের কন্ঠ, এক স্বপ্নের বুকে হাহাকার।
মৌসুম কিনে কিনে মৌসুমী পাখিরা এসেছে কৃষকের ফসল লুটাতে
সবুজ প্রান্তর আজ জল শুন্য মরুভূমি
চারিদিকে লুটতরাজ চিলেরা ঘিরে আছে
তবু হুজুগের বাঙ্গালীরা বুঝে না ।
কবে জ্বলে ওঠবে- এ জনতার চেতনার দীপ শিখা?
আকাশে মৌসুমী পাখী, বাজদের ছোবল ,যে আকাশে মুক্তির নিশানা ছিলো
জনতার রায় আজ পরাজিত- মৌসুমী পাখিদের ছোবলে।
হৃদয়ে এখনও রক্তে রাঙ্গানো স্মৃতি সৌধ ঠাঁই দাঁড়িয়ে
ওগো তবু থেমে গেছে গান
নব উদ্যমে জাগ হে প্রাণ।
------------------------------------------