লক্ষ জনতা এসে ঘিরে আছে একটি কফিন!
সদা হাস্য দেখো ভিতরে নিস্প্রাণ..
এ প্রাণের স্বপ্ন ছিলো হয়ে গেছে ফুল
পাঁপড়ি গুলো ঝরে ঝরে ব্যথিত বকুল!
লক্ষ জনতা এসে ঘিরে আছে একটি হৃদয়!
যে কিনা ছিলো দেখো স্বপ্নাকাশের সূর্য্দয়
যে প্রাণ ছিলো প্রাণটি নাই
স্মৃতির মানচিত্র হয়ে ফুটে আছে তাই !
অমৃত স্বপ্নের শাণিত প্রেমের একটি প্রাণ
স্বপ্নের আনিসুল হক- চিরউজ্জ্বল, চির মহিয়ান!
বিধির ডাক এসে ঘিরে আছে একটি শরীর
জনতা কাঁদলো দেখো-বিদায় হে বীর
তুমি অমর, তুমি স্বপ্ন দ্রষ্টা, জাতির অনুপ্রেরণা.
ভুলব না, ভুলব না কোনদিন তোমার প্রেষণা।
মৃত নয়, তুমি হাস্য, দেহটা শুধু শুয়ে আছে..
সমস্ত প্রাণের উৎস্‌ এক আল্লাহর কাছে
লক্ষ জনতা এসে ঘিরে আছে একটি কফিন!
”স্বপ্নের আনিসুল হক” দেখো কত নবীন!
তোমার স্বপ্ন লক্ষ জনতার প্রাণে আজো রবি..
রক্তমাখা বুকে জুড়ে এঁকেছি তাই প্রেমের ছবি!
---------------------------------------।