দুর্নীতি ইতিহাস বিকৃতি রাজ্যের বোঝাই
কি করব ওদের কিছু ঘৃনা রেখে যাই।
অধিকার পথে কে কারে করে কর্ণপাত
সবে করে নিজের পূঁজি “কী জানি দৈবাৎ
জনতার স্পর্শ্  আবশ্যক যদি হয় শেষে
তখন কোথায় যাবে দুর্নীতিবাজ বিদেশে?
ধন দৌলত লোভ-লালসা ক্ষমতা ও সিংহাসন;
ওই সিড়িতে অগ্নি আছে চৌদিক সর্ব্ক্ষণ।
ক্ষমতালোভী দলবাজি;কিছু বুঝে না স্ব-জ্ঞান
চাটুকদারী ভন্ড ভালো দিয়ে যায় তেল
মাদকের অমৃত; নেশার নিখিলে ভূত!
যত-সব নর পিচাশ বিষাক্ত ওষুধবিষুধ।
আজকের মুক্তি হারালো দুর্নীতিবাজদের গহবরে
রক্ত চোষে, পিষে  যায় ক্ষমতার শীর্ষে উড়ে।
মুক্তির উ্চ্ছাস যেন বৃথা এক কবিতা..
অবহেলিত লাঞ্চিত বঞ্চিত মায়ের নির্মাতা ।
মানবতার সম্মুখ পানে, গুম হত্যা নির্যাতন ঘিরে
প্রিয়- প্রেয়ষীর প্রাণে- অসনি সংকেত আসে ফিরে
এ কি নিষ্ঠুরতা! এমনই কি থাকবে মায়ের মুখখানি?
প্রেমিকের ভিতরে লুকে আছে অন্যমন
প্রেমের চাবুকে প্রেমিকার রক্ত ক্ষরণ!
মুক্তির উ্চ্ছাস যেন বৃথা এক কবিতা..
আজ যেন বড় নিষ্ঠুর কাব্যের প্রতিটি পাতা।
--------------------------------------