ষোল কোটি জনতার মধ্যে আমিও যে একজন
সদা চৌদিকে দেখেছি; বৈষম্যের যন্ত্রনা প্রতিক্ষণ
হুট হাট  এসে গেছে দ্রব্য মূল্যের হিজিবিজি
পকেটে লেগেছে দুর্ভিক্ষ!প্রবাহে প্রবাহে নৈরাজ্য রোজি!
এখানে মধ্যবিত্তরা লড়েছে, মরেছে,নেই কোন অধিকার
চাকুরিতে বৈষম্য, বেতনে বৈষম্য, ভেঙ্গে গেছে অঙ্গিকার
এ সংগ্রাম ঠেলে ঠেলে পারব কি দিতে পার ?
আমি যে মধ্যবিত্ত,ক্ষমতা নেই ,অর্থ্ নেই-চৌদিকে ঝড়!
এসেছে অভাব, এসেছে চাহিদা, যুদ্ধের পর যুদ্ধ—
সন্তানের প্রত্যাশা, প্রেয়ষীর আলিঙ্গন সব যেন করেছি পর
বৈষম্য দিয়ে গেছে কপালে কপালে রক্তিম স্বাক্ষর।
এ কোন অভিশাপের সাহিত্যে মানবতার ইতিহাস!!
প্রতি মুহূর্তে পেয়েছি ক্ষমতাবান উঁচুদের  পরিহাস.
তবু হাল ছাড়িনি, বঞ্চনাকে লুফেনি,ফেলি নি দীর্ঘ্শ্বাস;
ছুটেছি আলোর প্রত্যাশায় দুয়ারে দুয়ারে…
কেউ বিবেক খুলেনি মধ্যবিত্তের সুরে সুরে ।
আজ আমি ক্লান্ত, আর পারি না -হে বিচারক.
কবে দুর হবে এ বৈষম্য, কবে খুলবে তোমার ফটক?
আমি যে হাত পাততে পারি না, মাথা নত করতে জানি না
চেয়ে দেখ গ্রাম- গঞ্জ- শহর- আঁখি জলে ভেজা কত না !
বহু কষ্টের মুখোমুখি দাঁড়িয়ে  মধ্য, নিন্ম ,টোকাই
না পারে কইতে, না পারে সইতে কোথাও ঠাই নাই ।
তাইতো ছুটি আজ একটু মুক্তির কাছাকাছি
বৈষম্য ভুলে দিবে কি মুক্তি মধ্যবিত্তকে আজি?
মানবতাকে চেয়েছি অনেক প্রাণের বলিদান শেষে
ফিরে দাও অধিকার, এই স্বাধীন বাংলাদেশে।
আমি যে মধ্যবিত্ত প্রাণে পাঠিয়েছি মুক্তির ডাক
শুনেছো কি তুমি এ করুন স্পন্দন লাখে লাখ ।
------------------------------------------------