হে আল্লাহ বুঝ দাও হে- এ দেহ প্রাণ
কি গোলামী তুমি চাও হে মেহেরবান!
স্বীকার করেছি এ দেহ প্রাণ তুমিই বিশ্বকবি
যে  আলোয় এঁকে গেছো প্রিয় নবীজির ছবি
তাকেই মুক্তি ভেবেছি, মেনেছি রাহিম তুমি
কি অমৃত তুমি  চাও-হে অন্তর্যামী?
দিবে না কো মুক্তি - হে পরোয়ার দিগার?
গোলাম যে ভুলে ভুলে করেছে জীবন পার..
ভয়! বড় ভয়! আমরা যে বুঝিনা তোমার রহস্য
কেন এসেছি? কেন চলে যাব ? কে একক উপাস্য?
চারিদিকে বাতিলের ঘনঘটা !শয়তানের মহরা..
প্রাণতো বুঝে না ছুটেছে হরদম দুষ্টের প্রহরা।
অন্তর গেঁথে দাও হে -হাদিস কোরআনের বাণী
কে করবে অস্বীকার তোমার সৃষ্টিখানি ?
যারা বুঝেছে নবীর পথে পথে ছুটিছে অরিরাম--
বাতিলের অর্জ্ন, ক্ষমতা ,দম্ভ দেয়নি কভূ দাম ।
নামাজ, রোজা হ্বজ্জ যাকাত ইমানকে করেছে প্রীতি
জাগায়ে তুলিছে অন্তর সকল এক আল্লাহর ভীতি ।
ইসলাম পতাকা উড়িছে সদা প্রিয় নবীজির ভ্রতে।
সে গোলামকে তুমি রেখেছো সদা মুক্তির পথে পথে..
মুনাফিকের মুখে তোমার নাম কি সাজে?
কাফেরের অন্তরে তোমার নাম কি বাজে?
মুমিনের অন্তর -বাহ্যিক কেবলই বাজে, কেবলই সাজে..
জ্ঞানীরা জেনে গেছে মুক্তি কেবলই -তোমারই মাঝে
শয়তানের মিথ্যা হতে বাঁচাও দয়া করে
রাখো বিশ্বাসীকে যেথা তার স্থান।
আর-বাতিলের দৃষ্টি হতে সরিয়ে দিও মোরে
করো তোমার দাসত্বে আমায় কোরবান।
হে আল্লাহ বুঝ দাও হে- এ দেহ প্রাণ
কি গোলামী তুমি চাও হে মেহেরবান ।
--------------------------------------