প্রথমা তুমি আপনারে ফোটাও ফুল
হে আমার প্রাণ, চিনতে কর না  ভুল !


আপনার কন্ঠে বাজে যেন মানবতার জয়গান,
হে আমার প্রাণ, কর যেন তোমায় শক্তিমান ।


যে ফুল দেখিয়া প্রেমিকা ওঠিবে হাসি
খোঁজিবে তোমায় প্রেমের বাগানে আসি-


তোমার বিদায়ে ভুবন যেন বিরহের তরী ভাসি..
প্রথমা তুমি আপনারে ফোটাও সৃষ্টিকুলের শশী ।


এ প্রাণ জাগাও তুমি প্রেমিকার স্পর্শ্ ভেবে
দেখিবে ফুল পাঁপড়ি মেলে সুরভী সুবাসে ভবে!


দয়া করে প্রভু ভেঙ্গে মোর আছে যত অভিমান
প্রথমা তুমি আপনারে ফোটাও-হে  আমার প্রাণ।


তার পরে যদি গোধূলীর শেষে
এ প্রাণ ঝরিয়া নিখিলের ধুলায় মেশে,
তবে পরাজয়ের কিছু নাই- এ প্রাণের তটে.
অজস্র বিরহী প্রাণ স্মৃতির ফুলে আসিবে ছুটে..
অমর বাগানে জাগিবে-এ মোর ক্ষণিক প্রাণ।


প্রথমা তুমি আপনারে ফোটাও ফুল
হে আমার প্রাণ, চিনতে কর না  ভুল !


-----------------------------------