যে কবিতা লেখার কথা সে কবিতা লেখিনি
যোদ্ধাকে নিন্দাতে নিন্দাতে
অর্জনকে নিয়েছি রক্তপাতে
অন্যের ভুল ধরতে ধরতে নিজেকে ভেবেছি মহা কবি!
ইতিহাসে যার আসার কথা আসেনি
যে কবিতা লেখার কথা লেখিনি ।


ভ্রান্ত এ বুকের ভিতর বিদ্রোহী ঘন্টা পরনিন্দার ঝড়!
কি এক অভিশাপে মনুষ্যত্বের প্রাণটাকে করেছি পর !
আজ বুঝি শুন্য এ বুকে
সত্যকে বেশী খোঁজে এ দুঃখে !
বীরকে অস্বীকার করতে করতে সন্তানেরা আজ অনল জ্বলে
এখনো কি ভাবার সময় আসেনি?
যে ঘন্টা বাজার কথা বাজেনি ।
পরনিন্দা যেন অনল শিখা হতে হতে নিষ্ঠুর জল্লাদ
সুখ যেন পরবাসী এ বুকে আপনের নিন্দুকে অপরাধ।
অপরের দোষ যেন তৃষ্ণা জলের রক্ত পিপাসু বাদল ।
আপনের কবিতা সবটুকু খালি
পরনিন্দা যেন কেড়ে নিল কালি।
যে কবিতা লেখার কথা সে কবিতা লেখিনি
তবু যেন প্রতিবাদী দুয়ারে কবির কলম খানি ।
কবির কবিতা তাই মুল্যহীন..
সত্যের মর্যাদা সর্বজনীন।
যে কবিতা লেখার কথা সে কবিতা লেখিনি
যার মূল্য পাওয়ার কথা তাকে মূল্য দেয়নি ।
-----------------------------------------