ভয়!- ক্ষমতার ভয়!
ভয় নেতৃত্বের দাম্ভিক,- ভয়- চারিত্রিক অবক্ষয়!
দুর্নীতি অন্তরে নিশা তুলেছিল,-রক্ত পিপাসুরা জেগে
দুষ্টরা জোট বেঁধেছে শুভ্র আকাশে অরুণ রঙিন মেঘে;
বাক যুদ্ধের অনৈতিক প্রেম,রক্তে রঞ্জিত এই বঙ্গে।

ভয়!-নেতৃত্বের ভয়!
আমার এ বুকে জাগিলে বর্বর হিংস্রতা অতিশয়!
মুক্তির বাঁধা ভীত সঞ্চারে আমি যদি হেরে আসি
স্বাধীন বাংলায় জাগে যদি বিদ্রোহী নরকের বাঁশি!
আমি নেতা কি জবাব দিবো ক্ষমতার সিংহাসনে বসি?


ভয়! সত্যের ভয়!
দন্ডহীন তবু বৃক্ষের ছায়াতলে রক্ত শিরা উঠে নাচি!
সরল জনতা হুজুগে মাতি আমাকে করে প্রতীকের প্রাচী !
আমি আজ নেতা ক্ষমতার শীর্ষে কে করিবে পরাজয়?
দমন নিপীরণ লুট তরাজ ইতিহাস বিবৃতির করি জয়!।


ভয়! শিক্ষার ভয় !
পেশী শক্তি প্রতীকের পিতা পুত্র কন্যা অর্থের উৎসব
সিংহাসনে বসে গণতন্ত্রেরর পতাকা স্বৈর অবয়বে সব
ঘাতকের দিবানিশি এই রাঙে রঞ্জিত স্বাধীন এ বুকে
অসুর আলোয়ে আমাকে সম্মুখ যেতে হবে স্থপতির শোকে!


ভয় !সম্মানের ভয়!
আমি নেতা হতে চাই না, আমি অধিকার চাই সম
আমি বিদ্রোহীদের কান্ডারী হতে চাই না- ওগো প্রিয়তম।
আজ দেখি মিথ্যেরা নব রাঙে সজ্জিত ছদ্মবেশী বৈরাগী!
সেই রক্ত ভুলে গেছে ,দিয়ে গেছে যারা প্রাণ স্বাধীনতার লাগি।


ভয়! আমি নেতা হতে চাই না এ বঙ্গ জননী..
আমার তো যোগ্যতা নেই সে কি তোমরা শুননি?
-------------------------------------