প্রাচুর্য্য্  আত্তাকে শান্তি দেয়নি,
মুক্তির প্রত্যাশা দিয়ে বার বার
কারারুদ্ধ করেছে। লোভ তাকে ভুলে
দিয়েছে আলোক পথের ঠিকানা
কখনো খোঁজে পায়নি মানবতার স্পর্শ্..
তবু দিনে দিনে আরো নব্য প্রাপ্তির ক্ষুধায়
রক্তাক্ত করেছে মানবতার প্রেম
মিথ্যো প্রলোভন দিয়েছে অনল জ্বালিয়ে।


এই যে প্রাচুর্য্য্, প্রাচুর্য্য্র দম্ভ ,ক্ষমতার অহংকার
এই যে অধিকার হরণ চর্চা
সত্যের অভিনয় করা মিথ্যের মিছিলে
যে প্রাণে নেই প্রেমের ব্যাকুলতা..


প্রভূ তাকে যেটুকু দিয়েছে,
দম্ভ, ক্ষমতা, অহংকারে ,সব ভুলে গিয়ে
রিক্ত প্রাণে আজ চলেছে- প্রাচুর্য্য্র মানবতা
কোন আঁধার পথে! মনে রেখ
মুক্তি নেই তোমার- হে প্রাচুর্য্য্- হে ক্ষমতা !


ধণী, গরীব, অচল, সবল নহে বিবেচ্য তোমার
তুমি কি প্রিয় হতে পেরেছো তার?
আজ প্রায় ফুরিয়ে এসেছে.
মৃত্যুর ঘন্টা বাজিয়ে বাজিয়ে
প্রেম ‍তুমি কাকে দিলে- হে প্রাচুর্য্য্- হে ক্ষমতা !
---------------------------------------