প্রতিক্ষণে,
এ হৃদয়ের প্রবাহে প্রবাহে উতোল উচ্ছলে
সে যে তুমি রয়েছো মিশে রক্ত কণিকাতে
এ যেন প্রেমের প্রতি দৃষ্টি তোমার স্বর্গ্ হতে
গভীরে গভীরে
দিয়ে যাও নিশি ভোরে
কি এক অপূর্ব্ শিহরণ.
জেগে তুলো রুগ্ন প্রাণ ।


প্রেমিকা মনে হয় বারে বারে
যে কাব্যের স্মরণে জেগে ওঠ দুয়ারে।
হয়েছো কবির লেখা
কত ছন্দে , কত চরণে,কত পাঠকে,কত একা!
সেই সব বর্ণ্ সাজি লেখেছো দিকে দিকে
ঘাত-প্রতিঘাতে কবিতা এঁকে এঁকে,
সাহিত্যে সৃজন পাতার ঝলক- ঝিকিমিকে।


কত অপমান , কত তাচ্ছুল্য এ হৃদয় তলে
তবু জেগেছো কত ছলে
নিরবে নিরবে
কবির কবিতা কত রূপে রূপে
পুড়ে পুড়ে কাব্য হয়েছো গোধুলী-লগনে।
চাঁদ আজ ওঠেছে নিখিল গগনে।
কবির প্রণয় তবু অনন্ত বিরহ
কোন বেদনায় যাতনায় লেখেছে কবি অহরহ?
------------------------------------------