কেউ নেই সেবায়—জানে না তো কেউ
দায়িত্ব আছে কিনা আছে; লোভ সাগরে উঠিছে ঢেউ..
  
পেশায় জাগিয়া উঠিছে, অনৈতিক স্বার্থের যত পুঁজি
হে কান্ডারী- দুর্ভোগ জিতিছে তাই বুঝি!


কর্তার দিক হতে ওই তীর ছুঁড়ে ছুঁড়ে আসে মারি!
এ শোষণের তরী নিয়ে কি দিতে হবে পাড়ি?


পোশাকের ক্ষমতা নিয়ে ধরে ধরে শুধু বেচাকেনা
আইন -আদালত স্তব্ধ- আর বসিবে না !!


মানুষের মনুষ্যত্ব প্রেম চিরতরে হল বুঝি শেষ
ওদের শোষণ নিয়ে দিতে হবে পাড়ি,এসেছে আদেশ-


রোগী মরে লাশ পঁচে যায় মা কাঁদিছে পিছে
কর্তা দাঁড়েয়ে দ্বারে কত পেল গুনিছে!
    
কোথায় শুনিবে আরজি, কে করবে পার,
বিবেক নিজেই আসামী,আছে কেউ শুধাবার?


পেশায় পেশায় শুন্য হল নির্লোভ সেনা দল;
যাত্রা হল শোষণ পীড়ন হারিছে যাত্রী বল ।


নৈতিককে মৃত্যু করিয়া ,চুষিয়া চলিছে কান্ডারী
কে শুনিবে আরজি,এ চক্রের সঙ্গে লড়ি?


বাঁচি আর মরি ন্যায্য পাওনা দিতে হবে পাঞ্জেরী
ওহে যাত্রী, এক হও লড়াও কর থমকে দাও এ তরী ।


বিবেক নিজেই আসামী,আছে কেউ শুধাবার?
-----------------------------