এল ঐ শুভ জন্মদিন তবু নাহি করি ভয়!
একে একে ঝরিছে পাতা এ কি মোর জয়?


এ সংসার প্রতিদিন আমায় করিয়াছে ক্ষয়;
শুভ যে ভাবি তারে মৃত্যু স্মরনে কাঁদেনা তো হৃদয়।


দিনের প্রহরে প্রহরে প্রাণে প্রাণে প্রভুর আহ্বান
হে প্রাণ তুমি কি প্রস্তুত? গনিয়ে যে এল অনন্তের গান!


শুভ জন্মদিন একে একে করিছে তোমার আয়ু শেষ
তুমি কি বুঝ হে প্রাণ! কোন অজানা সে দেশ—


এ কোন সুখে নাচিছে প্রাণ নব সৃষ্টির অভিসারে!
শুভ যে চলিছে অবুঝ জ্ঞানের ঘোর অন্ধকারে।


হে প্রাণ ,কার পরাজয়ে তুমি । মাথা করো না নত!
এ পরাজয় যে তোমার জিন্দেগীর, দুঃখ অভিহত ।


এ প্রহর হতে ক্ষণিক আয়ুকোণে তারই নাম জপে
প্রতি প্রহরই যেন শুভদিন আসে সে অনল তাপে।


এল ঐ শুভ জন্মদিন করি যেন মৃত্যু ভয়!
একে একে ঝরিছে পাতা এতো মোর আয়ু ক্ষয়!
---------------------------------------