সাম্যের-গান উঠুক তবে বাজি
           হে আগামী,বিগত ব্যর্থতা্র পরে আজি
এবার তোমার নব বাঁশিতে
            তুলি  যাও সুর হৃদয় শশীতে।


বিজয়ের পতাকা ওই যে উঠিছে.
              ওই যে উঠিছে,
ঐ যে খুলিছে চুক্ষ মায়ের
অনেক স্বপ্ন বুঁনিছে ।


বঙ্গ দামাল উঠিছে ক্ষেপে ক্ষেপে
           অঙ্গিকার তার অন্তরে জপে,
এ স্বাধীনতাকে প্রেমের ফুলে ফুলে
দিয়ে যাও গো তুমি, দেখি আঁখি মেলে


হে আগামী, অঙ্গিকার কর নব
        আসুক বাঁধা ভাঙ্গিবে না তব
দিয়ে যাও সুর নব বাঁশিতে
        এ গান যেন রাখে হাসিতে।


যে স্বাধীনতা আসিছে রক্ত ঝরে
এর প্রতিদান দিও গো সাম্যের সুরে


বিগত কালে হয়নি যারে দেখা
আগামীতে মেলি দাও তার পাখা
আর থাকিতে চাইনা বিরহে
নব উল্লাসে চলিও আগামী প্রবাহে।
-----------------------------