তোমাকে দেখি না কতদিন- ওহে কবিতা !
কত ঋতুর ব্যস্ত প্রহরে প্রতীক্ষার অবসরে,
সেই বিকেলের গোধূলী মুহূর্তে
কতবার অবাধ্য হয়েছে অবুঝ পৃথিবী, যুদ্ধের ফাঁকে ফাঁকে
কতবার তোমাকে খোঁজেছে দক্ষিনা ফটকে
শুধু তুমি আর তুমি ভাবনায়
দুরন্তপনাকে ফেলে এসেছে এক প্রেমিকার মাঝারে
ছুঁড়ে দিয়েছে কবির তুলিকে দুর্ভিক্ষের অনলে
কবি আজ ক্ষধার্ত্, প্রেমিক ছুটিছে এক হৃদয়হীনা প্রিয়াতে
কবির সৃজনগুলো আজ দুঃসহ আঘাতে আঘাতে
পুড়ে পুড়ে জ্বলেছে গভীরের অমৃত!
জানে না আজো, কবির কবিতা হেসেছে কিনা কখনো.
শুধু তুমি আর তুমি ভাবনায়
কবি লিখে চলেছে কবিতাকে এক প্রেমের প্রবাহে…
কবি ছুটে গেছে এক ফুলের বাগান থেকে আরেক ফুলের বাগানে
কিন্তু তুমি কোথাও নেই !
তবু তুমি আছো কবির  রচনায়- ওহে কবিতা !
শুধু তুমি আর তুমি ভাবনায়।
কবি লিখেছে ভালবাসে তোমাকে; ভালবাসে আত্মম্ভর আশায়।
--------------------------------------