ওহে পথিক, ঘরে ফেরার সময় এসে গেছে।
দেখ, কেউ তোমার জন্য প্রতীক্ষা করে নেই!
শরীরের ভাঁজে ভাঁজে কেঁশের ফাঁকে ফাঁকে
দৃষ্টির সীমানায় গোধূলীর আভা !
পথের সম্মুখ ধূসর বর্ণিল! প্রদীপে অস্তের অনাগোনা
ওহে সময় পাবে না, সম্বর্ধনা রটবে না এ নিখিলে
প্রিয়ার ফুলেতে ফুটবে না প্রেমের পুরস্কার ।
ওহে প্রাণ যে উড়ে যাবে কারো আবির্ভাবে..
সে বার্তাতো এসে গেছে…
এ যুদ্ধ যে থেমে যাবে, তুমি একাকী হয়ে যাবে!
সে তো আরেক নব অধ্যায় !
আরেক সংগ্রামে তুমি- হে প্রাণ !
তোমার দুর্গ্ কি তৈরী, বিজয়ের গোলা বারুদ কি আছে?
হে সৈনিক ! সময় যে এসে গেছে
আর পিছনে নয়,
এবার সম্মুখে যাওয়ার পালা।
এপারে জন্য যুদ্ধ করেছো অনেক
এবারের বিপ্লব শুধু ওপারের বিজয় আনার।
প্রশ্ন করে দেখ এপারের যুদ্ধে পেলে কি? উত্তর কি?
এপারের সংগ্রাম কি দিবে ওপারের জয়
উত্তর যদি হ্যা হয় তুমি মুমিন, তুমি বিজয়ী।
তুমি সেই নবীর প্রিয় উম্মত, প্রভূর প্রিয় গোলাম ।
-----------------------------------