প্রেমিকার প্রেম বন্দি, কি এক অমৃতের সন্ধানে,
প্রেম নিবেদন করি তব,নাহি মোর গান শুনে;-
সেই তুমি দেখ প্রিয়ের সন্ধানে প্রহরে প্রহরে
সত্যিই বন্দি তুমি, এক প্রেমহীনা দুঃখের সাগরে
যে প্রেমকে তুচ্ছ করেছিলে প্রভাত যৌবনে;
উচ্চ স্বরে বাজায়ে বীণা, আজ তুমি কেমনে ?
তুমিতো ছুটেছিলে এক ধনাট্য প্রেমিকের তৎপরে
এই দারিদ্রকে তুমি সম্মুখীন করেছো অগ্নি সমরে।
তুমি শুননি গহিন তরঙ্গের রক্তিম হাহাকার ধ্বনি
আজ দেখ,
সেই অপমান জাগিছে এক স্বপ্নের চূড়ামণি!
অবহেলিত প্রেমের ঝঙ্কার বেজে ওঠিছে মধুস্বরে,
বসন্ত পেরিয়ে তাপ দহে দহে মন পূরি নিরন্তরে;-
যে অমৃতের  সন্ধানে দারিদ্রকে করিছো বারণ
সেই দারিদ্রই তোমাকে এনে দিয়েছে সম্মান ।
ওহে ,প্রেম নাহি বুঝে ধনী দারিদ্রের ভেদাভেদ
প্রেম এক অপূর্ব্ কাব্যের কবিতা..
হৃদয় সাহিত্যের সে এক অনুপম শৈলী –গদ্য- পদ্যের সংঘাত!
--------------------------------------------