এ প্রাণ যে প্রেম উৎসবে মাথিছে সে আজ শুধু নাই,
তার স্মৃতি সব সম্মুখে অমর,তবু খোঁজে নাহি পাই!
রক্ত ক্ষরণ চলিছে হৃদয় মাখি দিবা নিশি তোরে ডাকি,
কোন মিথ্যে দম্ভে নিষ্ঠুর কন্ঠে গানটি শুনিয়েছিস সখি !
যে প্রাণের চরণে নিবদেত আমি, সে কিনা ফুলের কলি,
আজ  কিনা জাগিয়ে রাঙ্গা পাঁপড়ি নিষ্ঠুর দুয়ার খুলি !
দেখে নাই কভূ উঠিছে জাগিয়া রক্ত গোলাপ সভা
ব্যথিত নিখিলে অবহেলিত আজ জনতার রক্তজবা।
ওহে প্রেয়ষী ,
আর ঝরে দিও না ক প্রেমের ডানাগুলো ছিড়ে
বিরহের সুর তুলো না ক হৃদয়ের তরঙ্গ ঘিরে।
এক রক্তিম ভোরে জেগেছিলে তুমি এ জাতির তরে
যে বিজয় উল্লাসে ১৬ ই ডিসেম্বরের প্রথম ভোরে।
তবে কেন  বেদনা-শিখার বিজলি- প্রদীপ জ্বেলে.
এ অমর বিজয়ে বিদ্রোহী চরিত্রের কলঙ্ক লাগালে?
কে গো তুমি  সত্য প্রদীপে মিথ্যের মহারতি?
জাতি আজ জেনে গেছে সত্য -কে তার মহাপতি!
ওগো প্রেমিক , ওগো প্রেমিকা..
তোমার স্বপ্ন ও স্বাধীনতা আজ চিতার অগ্নি কুন্ডে পুড়া
কেউ দেয় না সত্য প্রেম, আজ যে হৃদয়  দিশেহারা!


দেখে নাই কভূ উঠিছে জাগিয়া রক্ত গোলাপ সভা
ব্যথিত লিখিলে অবহেলিত আজ জনতার রক্তজবা।
-----------------------------------------