তুচ্ছ তুচ্ছ বালুকণার মতো কিংবা মেঘের
উড়ন্ত জলের মতো কালো রাশি
ভাসছে আকাশের নীলিমায়।


যুবক তার চরিত্রে কলঙ্কের পোশাক দিয়েছে পড়িয়ে
যৌবনের মতো কিছু উত্তাল কখনো
সোনালী ভোরের স্বপ্নিল উদয়ে
কালো মেঘে লুকাইয়াছে সে-স্বপ্নকে
চরিত্রে নিষিদ্ধ মন্ত্র ঢুকিয়েছে দুর্বার যৌবন বিন্যাসে ।


যৌবন বৃক্ষের সুউচ্চ শাখে শাখে আর সবুজ পাতা দেখিনা !
মনুষ্যত্তের রবি আর জাগে না- এ যুবকের চরিত্রে
বড়ী বেশী গোধূলীর আভায় নিমজ্জিত প্রথম প্রহরের সূর্য্ !
ভ্রান্ত শিক্ষায় ছুটছে আনাচে কানাচে
শুধু উড়ছে, শুধু উড়ছে অবিরাম..
বহু প্রাণে, বহু রক্তে অর্জি্ত লাল-সবুজ প্রান্তরে প্রান্তরে
প্রভাত সূর্যেরা পথ হারায়ে!


কান্ডারীদের দুর্বলতা, চরিত্রহীনতা, ভীরুতা আর অনৈতিক কর্ম্ যজ্ঞ
সূর্যদের বিপথে নিচ্ছে।
ওহে ফিরে দেখো এ সবুজের বুকে
যুবকের যৌবন আজ এক বিবর্ণ্ পতাকা !
-----------------------------------