বিষ্ময়কর তুমি- হে বর্ণমালা ! অবাক করলে তুমি!
এক সংগ্রামী ভাষা তুমি! এক বিষ্ময়কর প্রেম তুমি!
এ পৃথিবী দেখল এক বিরল প্রতিবাদ!
প্রাণে প্রাণে রক্ত ঝরিছে ,গুলি ছুড়িছে, বুক উঁচিয়ে দাঁড়িয়েছে.
তবু তোমাকে হারতে দেয়নি-১৯৫২ ।
হে মা ! এক বিষ্ময়কর প্রতিবাদ দেখলে তুমি
হে আমার বাংলা ভাষা, হে আমার মাতৃভাষা!
সেইদিন ছালাম, বরকত,রফিক জাব্বার ,আরও কত অচেনা.
রক্ত দিয়েছিল তোমার প্রেমে- হে অ, আ, ক, খ
যারা দেয়নি , যারা চায়নি এ বুকে, উর্দু হউক রাষ্ট্র ভাষা
আজ তারা শহীদ মিনার – ২১ শে ফেব্রুয়ারী!
আজ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস এই পৃথিবীর বুকে..
অথচ রক্তে লেখা চিঠি আর নেই প্রেমিকার সুখে!
অফিস ,আদালত, রাষ্ট্র যন্ত্রে- তুমি আজ বড় দুঃখে।
হে আমার রক্ত পাওয়া শহীদ মিনার.
অজ্ঞে মুড়ানো প্রাণে তোমার নিঃশ্বাস হবে না রুদ্ধ।
তুমি আমার প্রেম, তুমি আমার প্রেমিকা
সাহিত্য গল্পে কবিতায় কবিতায় তুমি মোর প্রিয়ার চিঠি।
তোমার মাধুর্য্যে কি অমৃতের স্বাদ পেলাম!
হে বাংলা ভাষা! সেলাম, সেলাম ,তোমাকে সেলাম!
তোমাকে ভালবেসে চলেছি গল্প কবিতা লিখে.
২১ শে’র বিজয় কেতন উড়েছে দেখ চারিদিকে।
ইতিহাস তুমি- হে বাংলা ভাষা ! বিষ্ময় করলে তুমি!
এক প্রেমের বর্ণমালা তুমি! এক বিষ্ময়কর প্রাণ তুমি!
-----------------------------------------