তোমাকেই যোগ্য মনে হয়- হে টাকা ।
তোমার ভিতরেই যেন সব ক্ষমতা ঢুকে গেছে।
সম্মান যেন টাকার খেলায় খেলায়, পেশীতে পেশীতে
নবাগত বসন্ত কোকিলেরা ষড় ঋতু পাখিদের পাখ টানে
প্রাণের শিরে শিরে কলতল প্রবাহে- কালো টাকা !


টাকার মোহে যে পড়েছে সে নাহি ফিরে আসে.
জুঁকের মত রক্ত চোষে চোষে স্বাদ জিভে নেয়.
সে এক ভয়ঙ্কর  প্রাণহীন প্রাণী!
টাকার ভিতরেই সে তার অমৃতের স্বাদ খোঁজে
কিন্তু নেই, কোথাও নেই !
না আছে প্রাণে, না আছে প্রেমে, না আছে দিগন্ত পেরিয়ে..


পাড়া -মহল্লায়, অফিস -আদলতে, প্রেমিক -প্রেমিকার প্রণয়ে
এক ভয়াবহ চিত্র ! পা চলে না , হাত নড়ে না, দিল খুলে না
রায় আসে না, চেয়ার টিকেনা, প্রাণ বাঁচে না—
বিচারক দেখে না-
হে অনৈতিক ,হে কালো, হে রক্ত চোষা,হে ক্ষমতা
তোমাকেই যোগ্য মনে হয়- হে টাকা ।


লোভী দস্যুরা, নগ্ন বেশ্যারা, দিনে দুপুরে ঘিরে আছে
নর্তকির নৃত্যে নৃত্যে - এ মানুষের অন্তরে অন্তরে..
আজ প্রাণের মনুষ্যত্তেরা উলঙ্গ উম্মাদ !
টাকা জন্য কি না করে যতখানি নির্দ্য় হতে লাগে
শুধু ছুটে, সবখানে ছুটে!
ন্যায়-অন্যায় বুঝে না ।


বিবেক আজ কোন অতলে নিমজ্জিত ডুবুরীও খোঁজে না!
যতটুকু প্রেম, যতটুকু আলিঙ্গন
সেই সবও টাকা ।
তোমাকেই যোগ্য মনে হয়- হে টাকা !
------------------------------------------