ওগো তুমি অনুভবে এসেছিলে কপাট খুলে,
এক প্রেমের পাল তুলে।
কি এক গভীর শিহরণ  হয়ে জেগেছিলে  প্রাণের কূলে কূলে
এক প্রেমের পাল তুলে।
শিরে- উপশিরে তরঙ্গ তোমার
গহিন স্পর্শে স্পর্শে দিত হুঙ্কার,
তবু শেষ বাঁশি শোনা হল না ক আর
ছুটিলে পথ ভুলে..
দারিদ্রকে অপবাদ দিলে, তুচ্ছ করিলে প্রেমের মর্ম্ মূলে,
দেখলে না দুয়ার খুলে..
কোন এক উজ্জ্বল আকাশে আলো হয়ে জ্বলছে কবি.
সেই মেঘ কেটে গেল ঠিকই, কলম কিনা হল ঠিকই
কিন্তু শেষ কবিতা লেখা হল না আর ---
অপবাদের অগ্নিতে প্রাণের কবিতা
আজ পুড়ে পুড়ে গেছে সবি তা ।
মনে পড়ে হে ভোরের পাখি?
একটা কবিতা রচিবো বলে- কত পথ চেয়ে থাকি!
তোমার সেই অপবাদ ফুলে ফুলে..
আজ দেখ কত প্রেম ডানা মেলে মেলে
দরিদ্র বাগানের পাতায় পাতায় আঁকিছে ছবি ।
বকুলের ঝরা পাঁপড়িগুলো মাল্যে ওঠিছে সবি।


তবু শেষ কবিতা লেখা হল না আর ---
একটা কবিতা রচিবো বলে- কত পথ চেয়ে থাকি!
---------------------------------