পাঞ্জেরীদের জাগতে দেখি বসন্তের অন্তিম নিশ্বাসে,
মুক্তি যখন বিষন্ন নির্ম্ম গ্রীষ্মে ক্রমাগত;
গণতন্ত্র তপস্যার বানে ভেসে আসে নির্বাচন উল্লাসে,
শাসকের মঞ্চে অন্য অধিকারেরা অচল পঙ্গুর মতো ।
ক্ষমতার শোষন-ক্লিষ্ট মর্মরি জনতার সম্মুখে বারংবার,
গণতন্ত্রের বিমর্ষ্ কুঞ্জে শোনা যায় ছদ্মবেশী গায়কের স্বর;
শুরু থেকে অবদি নির্বাচনে দেখি গণন্ত্রের নব্য সুর
শুধু দেখি মাকাল ফল, শুন্য , শুষ্ক, জনতার হাহাকার।
যে বুকে শুধু  বিশ্বাস ঘাতকের দোলাচল………
এ বুকে জনতা এক দিনের রাজা-!
নির্বাচনে এলে  শুনি গণতন্ত্রের ডাক ! এ কি নয় বেমানান ?
ওগো গণতন্ত্র আমি,
সকল স্তরে আমি- চাই যে আমি- সমভাবে উড়ি,
নির্বাচন যে একটি রৌদ্র- যার তেজে শাসকেরা হয় কেবল দৃশ্যমান !
জনতা আমি-  নির্ম্ম বঞ্চিতে আমি-
আমি চাই না এ গণতন্ত্রের পথ ধরি!
ধ্যানে জ্ঞানে চেতনা ওঠুক জাগি- ওহে কান্ডারী !
কম্পিত দেহ, বঞ্চিত মন, মুহুর্মুহু করি অনুভব!
এক দিনের রাজা হয়ে হারাতে চাই না গণতন্ত্রের সৌরভ!
আমি চাই সব স্তরের গণতন্ত্র, আমি চাই জবাবদিহীতা
আমি চাই বঞ্চিত জনতার অধিকার –ওহে পাঞ্জেরী ।
------------------------------------------