হে সিরাতুন নবী,জেগে ওঠ এ দেহ প্রাণ;
যে অমৃত সুরে মুহাম্মদ (সাঃ) গেয়ে গেছে গান।
ক্ষণিক চলনে বলনে সদা যেন থাকে তাঁর ছবি
জন্ম থেকে মৃত্যু অবদি সে যে  মুক্তির কবি!
হে ইমানদার, হে বিশ্বাসী কেন তবে নিরব রহি!
যে পথ দিয়েছে নবী কোরআন গিয়েছে গাহি।
সে দর্শ্ন অন্তরে গাঁথি তোমরা গেয়ে ওঠ গান
এর অমৃত কি ক্ষণিক বাঁকে করিয়াছো পান?
সিরাতুন নবী কি আছে তোমার এ দেহ প্রাণ?
তোমার চিত্তে বাজে যদি নবীজির সুর ধ্বনি
প্রাণের মুক্তি আসিবে ফিরে ইহ পর দু’খানি ।
অন্ধ বাতিলের দিশারী দোযহানের কবি- যে মুহাম্মদ;
তার সাহিত্য কিংবা কবিতা কি পড়েছি-হে উম্মত ?
আজ যে সিরাতুন নবী;শপথ কর হে মুমিন
প্রাণে জাগিয়ে তুল হে -আল-কোরআন, আল-কোরআন।
মুক্তি নেই হে, মুক্তি নেই হে ,যদি না থাকে তার প্রীতি.
হে মুর্খ্, হে অজ্ঞ, বাতিলের বন্ধুরা হবে সেইদিন নতি ।
হে সিরাতুন নবী,জেগে ওঠ এ দেহ প্রাণ;
যে অমৃত সুরে মুহাম্মদ (সাঃ) গেয়ে গেছে গান।
এ যে উল্লাস, এ যে আদর্শ্ ,চির  মুক্তির পাঞ্জেরী.
সিরাতুন নবী বাতিলের আলো ,সত্যের পূজারী ।
হে প্রভূ,
এ বাঁকে বাঁকে নবীজির আলোকে করিও দান
প্রাণ প্রদীপে জ্বালিয় দিও হাদিস-কোরআন ।
হে ইমানদার,গাও হে, গাও হে, তৌহিদী গান
চলো চলো বীরদর্পে চলো, হঠাও যত বাতিল কামান;
কিসের ভয় হে-সম্মুখে তোমার হাদিস-কোরআন ।
প্রাণে আন ভাই রাস্তা সে যে নবীজির তাপ জোশ
সে পথ চিন হে ,যে পথে আছে সিরাতুন নবীর কোষ!
-------------------------------------------